ভাওয়াইয়া সম্রাটখ্যাত কালজয়ী কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীন থেকে আজকের প্রজন্মের ভাওয়াইয়া শিল্পীদেরও জীবন বৃত্তান্ত পরিবেশিত হয়েছে এখানে। বাংলাদেশ ও ভারতের ভাওয়াইয়া সংশ্লিষ্টদের জীবনী নিয়ে ‘ভাওয়াইয়া গানের পরানের বন্ধুরা’ (প্রথম ও দ্বিতীয় খণ্ড) গ্রন্থের জন্য আলোচিত আশরাফুজ্জামান বাবু (Ashrafuzzaman Babu) বাংলাদেশের রংপুরের বদরগঞ্জে জন্ম গ্রহন করেন। তিনি একজন টিভি নাট্যকার। তার লেখা প্রথম নাটক ‘অযতন যতনে’ (বৈশাখী টেলিভিশন ২০১২)। তিনি একটি জাতীয় দৈনিকে সংবাদকর্মী হিসেবে কাজ করেন। গান ও ছড়াও লিখেন। আরটিভির ধারাবাহিক ‘তোলপাড়’ নাটকের সূচনা সঙ্গীত (ব্যস্ত শহর ব্যস্ত মানুষ/ব্যস্ত গাড়ির চাকা) তার লেখা। ‘মেঘের ফাঁকে ফাঁকে’ তার ছড়াগ্রন্থ, বইমেলা ২০১৭। ভাওয়াইয়া শিল্পীসহ সংশ্লিষ্টদের নিয়ে 'উড়াং বাইরাং' নামেও তার ভাওয়াইয়া বিষয়ক গবেষণা গ্রন্থ রয়েছে । বৈশাখী টেলিভিশনের ‘তোমার গল্পে সবার ঈদ/ লেখ গল্প হও নাট্যকার’ (প্রথম সিজন/২০১২)-র শ্রেষ্ঠ গল্পকার। ‘বিভাগীয় লেখক পরিষদ’ রংপুর এর শ্রেষ্ঠ ছড়াকার সম্মননাসহ ছড়ায় একাধিক পুরষ্কার পেয়েছেন তিনি।
আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রিপশন আমাদেরকে উৎসাহিত করবে।