ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন থেকে শুরু করে নতুন প্রজন্মের ভাওয়াইয়া শিল্পীদের জীবন বৃত্তান্ত পাবেন এই চ্যানেলে। বাংলাদেশ ও ভারতের ভাওয়াইয়া সংশ্লিষ্টদের জীবনী নিয়ে ‘ভাওয়াইয়া গানের পরানের বন্ধুরা’ গ্রন্থের জন্য আলোচিত আশরাফুজ্জামান বাবু। ১৯৮৪ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশের রংপুরের বদরগঞ্জে জন্ম গ্রহন করেন। তিনি একজন টিভি নাট্যকার। তার লেখা প্রথম নাটক ‘অযতন যতনে’, বৈশাখী টেলিভিশন, ২৬ আগস্ট, ২০১২। তিনি একটি জাতীয় দৈনিক কাজ করেন। ছড়া ও গান লিখেন। আরটিভির ধারাবাহিক ‘তোলপাড়’ নাটকের সূচনা সঙ্গীত তার লেখা। ‘মেঘের ফাঁকে ফাঁকে’ তার লেখা ছড়াগ্রন্থ, একুশে বইমেলা ২০১৭ তে প্রকাশিত হয়। ভাওয়াইয়া শিল্পীসহ সংশ্লিষ্টদের জীবনী নিয়ে ‘ভাওয়াইয়া গানের পরানের বন্ধুরা’ (প্রথম ও দ্বিতীয় খণ্ড) ও 'উড়াং বাইরাং' নামে গ্রন্থ প্রকাশিত হয়েছে । বৈশাখী টেলিভিশনের ‘তোমার গল্পে সবার ঈদ/ লেখ গল্প হও নাট্যকার’ (প্রথম সিজন/২০১২) এর শ্রেষ্ঠ গল্পকার। ‘বিভাগীয় লেখক পরিষদ’ রংপুর এর শ্রেষ্ঠ ছড়াকার সম্মননাসহ ছড়ায় একাধিক পুরষ্কার পেয়েছেন তিনি। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রিপশন আমাদেরকে উৎসাহিত করবে।