ছোটবেলা থেকেই ঘোরাঘুরির খুব শখ ছিল। ঘোরাঘুরির জন্য দরকার অর্থ, শারীরিক সামর্থ্য আর ইচ্ছা শক্তি। যখন অর্থের সংকুলান ছিল না, তখন বেশিরভাগ সময়ই কল্পনায় ঘুরতাম। এখন কল্পনায় ঘোরার সময় পাই না। জীবন ধারণের জন্য যে কাজে সংযুক্ত হয়েছি সেই কাজই আমাকে প্রতিনিয়ত অনেক ঘোরাঘুরির সুযোগ করে দিয়েছে। প্রথমে ঘুরেছি বাংলাদেশে। এখন পর্যন্ত বাংলাদেশের ৫২ টি জেলা ঘুরে দেখেছি, অসংখ্য উপজেলায় রাত্রি যাপন করেছি। পরে চাকরি পেলাম বাংলাদেশ সিভিল সার্ভিসে। বদলির চাকরি, পেয়ে গেলাম আরও ঘোরাঘুরির সুযোগ। চাকরি করতে করতে অল্প স্বল্প কিছু আর্থিক সামর্থ্য হলো। সেই সামর্থ্য থেকে আবারও ঘোরাঘুরি। পৃথিবীর অনেকগুলো দেশে প্রশিক্ষণ, পড়াশোনা আর কাজের প্রয়োজনে যাওয়ার সুযোগ হলো। এভাবেই ঘুরে ফেললাম অনেকগুলো দেশ আর প্রচুর শহর। যখনই কোন নতুন জায়গায় গিয়েছি, কোন কিছু ভাল লেগেছে ছবি বা ভিডিও করেছি। অনেক ছবি আর ভিডিও হারিয়ে গেছে, সংরক্ষণ করতে পারিনি। তাই হঠাৎ এক সময়ে অনুধাবন করলাম, এই যে এত ঘুরলাম, স্মৃতি থেকে তো অনেক কিছুই মুছে যাচ্ছে। তাই সিদ্ধান্ত নিলাম একটা ইউটিউব চ্যানেলে ছবি এবং ভিডিও গুলো সংরক্ষণ করি।